সাভার বন্ধুসভার সহমর্মিতার ঈদ

সাভার বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

সমাজের স্বল্প আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে ঈদের খাদ্যসামগ্রী ও ইফতারি বিতরণ করেছে সাভার বন্ধুসভা। জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। ২৩ মার্চ সকাল থেকে বন্ধুরা সাভার বাজার রোড ও আড়াপাড়া এলাকায় ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেন।

এ বিষয়ে বন্ধু তানজিল তাবাসসুম ও ফারজানা ইসলাম জানান, সবার সহযোগিতায় খুবই সুন্দরভাবে তাঁরা আজকের কাজটি সম্পন্ন করতে পেরেছেন। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখতে চান তাঁরা। ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার এই ক্ষুদ্র প্রচেষ্টা আরও সুদুরপ্রসারি সাফল্য বয়ে আনবে বলে তাঁদের আশা।

অন্য বন্ধুরা জানান, দেশের এই ক্লান্তিলগ্নে সামাজিক ও পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও তাঁরা এ ধরনের মহৎ উদ্যোগের সঙ্গে সদা সম্পৃক্ত থাকবেন। ঈদের আগের শেষ শুক্রবারে তাঁরা আরও কিছু মানুষের মধ্যে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী উপহার দিবেন বলে প্রতিশ্রুতি দেন।

কর্মসূচিতে উপদেষ্টাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক রাতুল ঘোষ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক প্রিয়ম ঘোষসহ অন্য বন্ধুরা।

সভাপতি, সাভার বন্ধুসভা