শিশুদের সঙ্গে শাবিপ্রবি বন্ধুসভার বন্ধুদের ইফতার
সমাজের পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে ইফতার করেছেন শাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা। ১১ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের ৫০১ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
আয়োজনে শাবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, শাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সহসভাপতি রাসেল আহমেদসহ বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্যে বর্তমান সভাপতি শাফিনুর ইসলাম বলেন, ‘প্রতিবছরই পবিত্র রমজান মাসে আমরা ক্যাম্পাসের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে ছোট পরিসরে ইফতার আয়োজন করে থাকি। এ ছাড়া এই বছর বন্ধুসভার নবীন শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করি। আজ ইফতার ও কুইজে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হলো।’