দরিদ্র দিনমজুর আনোয়ার মিয়া (৫৯) আগে রাস্তায় ভ্যানে করে চা বিক্রি করতেন। একদিন ভ্যানগাড়িটা নষ্ট হয়ে যায়। এর পর থেকে যেখানে যা কাজ পেতেন, তা-ই করতেন। মাঝেমধ্যে কোনো কাজ পেতেন না, বেকার পড়ে থাকতেন। আর অর্থের অভাব নিয়মিত সঙ্গী।
বন্ধু দেব রায় সৌমেন ও ফয়সাল আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে খোঁজখবর নিয়ে আনোয়ার মিয়ার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সিলেট বন্ধুসভা। এ কাজে অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বন্ধু ও উপদেষ্টারা।
প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে ৩০ অক্টোবর বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনোয়ার মিয়ার হাতে একটি নতুন ভ্যানগাড়ি হস্তান্তর করেন বন্ধুরা। নাম দিয়েছেন ‘বন্ধু স্টল’। পাশাপাশি পাঁচ হাজার টাকার আনুষঙ্গিক মালামালও কিনে দেওয়া হয়েছে।
উচ্ছ্বসিত আনোয়ার মিয়া বলেন, ‘আমার বাসা চৌকিদীঘি। চার সন্তানের পরিবার। স্ত্রী অসুস্থ, মাসে চার হাজার টাকার ওষুধ প্রয়োজন হয়। কেনা কষ্টসাধ্য হয়ে যায়। গতকাল রাতে যখন ফোন দিয়ে এই ভ্যানগাড়ির কথা বললেন, আমি এবং পরিবারের সবাই খুব খুশি হই। দোয়া করি আল্লাহ আপনাদের ভালো করুক।’
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বন্ধুসভার উপদেষ্টা শাহ সিকান্দার শাকির, সভাপতি অন্তর শ্যাম, সাধারণ সম্পাদক ইয়াহিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক সমীর বৈষ্ণব, যুগ্ম সাধারণ সম্পাদক মিহরাব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেব রায় সৌমেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হৈমন্তী দাশ, ম্যাগাজিন সম্পাদক শেখ ফয়সাল, কার্যনির্বাহী সদস্য মাজেদুল ইসলাম, সুবর্ণা দেব, অনুপমা দাস, ফাবলিহা জাফর ও প্রান্ত দাশ।
সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা