নানা আয়োজনে মাভাবিপ্রবিতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষাসামগ্রী বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উদ্যাপিত হয়েছে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মাভাবিপ্রবি বন্ধুসভার আয়োজনে ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির সহ–উপাচার্য এ আর এম সোলাইমান, প্রক্টর মীর মোজাম্মেল হক, প্রফেসর শামীম আল মামুন, সহযোগী অধ্যাপক আবদুল কাদের, সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন, সহযোগী অধ্যাপক নাজমুল ইসলামসহ বন্ধুসভার বন্ধুরা।
সভাপতি, মাভাবিপ্রবি বন্ধুসভা