আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সবকিছু মূর্ত করে, তেমনই বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। আলো শুধু ভৌগোলিকভাবে ছড়িয়ে যেতে পারে। আর বই অতীত থেকে ভবিষ্যৎ, নিকট থেকে দূরে, প্রান্ত থেকে অন্তে, এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলো পৌঁছে দিতে পারে।
নোয়াখালীতে বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় বই বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। ২১ নভেম্বর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী বন্ধুসভা। জেলার ২০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৪ হাজার ৭৭৬টি বই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, নোয়াখালী জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাহফুজের রহমান, নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা সুমন নূর, নিলয় মিলন প্রমুখ। সঞ্চালনা করেন নোয়াখালী বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ।
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বলেন, তাঁর নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি না হলেও তিনি একজন বইপ্রেমী মানুষ। প্রচুর বই পড়েন। তিনি বিশ্বাস করেন, বই মানুষকে আলোকিত করে, ভালো মানুষ হওয়ার রসদ জোগায়, স্বশিক্ষায় শিক্ষিত করে।
বন্ধুসভার উপদেষ্টা সুমন নূর বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষকদের অনুরোধ করেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেন পাঠাগার সব সময় উন্মুক্ত থাকে। পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে যেন বই পড়ার বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বই পাওয়া প্রতিষ্ঠানগুলোয় নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে পাঠচক্রের আয়োজন ও সেরা বইপড়ুয়াদের পুরস্কৃত করার ঘোষণা দেন সভাপতি আসিফ আহমেদ।
যেসব প্রতিষ্ঠানের মধ্যে বই বিতরণ করা হয়েছে, সেগুলো হলো নোয়াখালী উচ্চবিদ্যালয়, মাইজদী গার্লস একাডেমি, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ, পৌর কল্যাণ উচ্চবিদ্যালয়, নোয়াখালী জিলা স্কুল, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়, আল ফারুক একাডেমি, মোহাম্মদ আবদুর রশিদ উচ্চবিদ্যালয়, মাইজদী বালিকা বিদ্যানিকেতন, ব্রাদার আন্দ্রে উচ্চবিদ্যালয়, আহম্মদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়, মাইজদী সরকারি টেকনিক্যাল উচ্চবিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চবিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, চর আমানউল্যাহ উচ্চবিদ্যালয়, দুর্গাপুর উচ্চবিদ্যালয়, বিজয় ৭১ গ্রন্থাগার, আলোর পাঠাগার ও ভাষাসৈনিক কামাল উদ্দিন আহমেদ পাঠাগার।
অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, দপ্তর সম্পাদক ধ্রুব ভূঁইয়া, প্রচার সম্পাদক সানি তামজিদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাহিদা রেশমি, কার্যনির্বাহী সদস্য নয়ন চন্দ্র কুরী, বন্ধু ইমতিয়াজ দোলন, সাহেদুল ইসলামসহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা