প্রতিবন্ধী ও বিধবা পরিবারের পাশে রায়গঞ্জ বন্ধুসভা

বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতিবন্ধী ও বিধবা পরিবারের মধ্যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে রায়গঞ্জ বন্ধুসভা। ১৭ এপ্রিল বেলা ১১টায় রায়গঞ্জের বিভিন্ন গ্রাম ঘুরে এসব উপকরণ বিতরণ করেন বন্ধুরা।

বন্ধুসভা জাতীয় পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে উপদেষ্টা ও বন্ধুদের নিজস্ব অর্থায়নে ১০টি পরিবারকে ঈদবাজার হিসেবে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল মুরগি, পোলাওয়ের চাল, ডাল, তেল, লবণ, চিনি, লাচ্ছা, সেমাই, দুধ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ, আলু ও মসলা।

রায়গঞ্জ বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’
ছবি: বন্ধুসভা

খাদ্যসামগ্রী পেয়ে কেঁদে ফেলেন রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের দৈবুজ্ঞাতী গ্রামের বিধবা নারী আয়তনী বেগম (৭৫)। অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, ‘তোমরা আমাকে এইগুলা কিহামে দিত্যাছো?’ একই এলাকার আরেক বিধবা নারী সালেকা বেগম (৭০) বলেন, ‘ঈদের আগে এতগুলা বাজার একসাথে পাব কল্পনা করি নাই।’

এই আয়োজনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মাহমুদুল হক, সেলিম রেজা, সভাপতি উজ্জ্বল কুমার মাহাতো, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলমগীর খান, বন্ধু হৃদয় কুমার মাহাতো প্রমুখ।

সাবেক সভাপতি, রায়গঞ্জ বন্ধুসভা