বন্যার্তদের জন্য জাতীয় পর্ষদের মাধ্যমে অর্থ পাঠাল ঝিনাইদহ বন্ধুসভা

বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহ করার সময় ঝিনাইদহ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের প্রায় ১১টি জেলায় বন্যা হয়েছে। এই বন্যায় বানভাসি মানুষের বেঁচে থাকা হয়ে উঠেছে কষ্টকর। না আছে খাবার, না আছে কোনো বাসস্থান। এই বিপদে তাঁদের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের নৈতিক দ্বায়িত্ব। এরই পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ বন্ধুসভা ২৩ আগস্ট সিদ্ধান্ত নেয়, বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল গঠন করবে।

২৪ আগস্ট তহবিল সংগ্রহ শুরু করে ২৭ আগস্টের মধ্যে ঝিনাইদহ বন্ধুসভার বন্ধুরা সংগ্রহ করেন ৪০ হাজার ৭০০ টাকা। এই অর্থ বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের মাধ্যমে বানভাসি মানুষের সহায়তার জন্য পাঠানো হয়েছে।

ঝিনাইদহ বন্ধুসভার সভাপতি সানজিদা আফরোজ বলেন, ‘বন্যায় প্লাবিত জেলাগুলোতে বন্ধুসভার কমিটি থাকায় বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নেতৃত্বে সঠিক বণ্টন সম্ভব। তাই আমরা জাতীয় পর্ষদে আমাদের উত্তোলন করা অর্থ পাঠিয়ে দিয়েছি।’

এ বিষয়ে জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, বিভিন্ন বন্ধুসভা থেকে আগত তহবিল কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের মাধ্যমে সুষ্ঠু বণ্টন সম্পন্ন হবে।

তহবিল সংগ্রহের অভিজ্ঞতা জানিয়ে ঝিনাইদহের বন্ধু আবদুল ওহাব বলেন, ‘সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে যে কী পরিমাণ দেশপ্রেম আর জাতীয়তা বোধের চেতনা তৈরি হয়েছে, মানুষের কাছে না গেলে কখনোই বুঝতে পারতাম না। সেই অনুভূতি বুঝতে হলেও মানুষের কাছে যেতে হবে।’

বন্ধু লামিয়া লাজ বলেন, ‘যখন আমরা কাজ শুরু করি এবং মানুষের কাছে যাচ্ছিলাম, প্রত্যেকের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। বারবার অবাক হচ্ছিলাম, কেউ কেউ তো ডেকে নিয়েও সহায়তা করেছেন। এ ব্যাপারগুলো সত্যিই খুব আপ্লুত করেছে।’

তহবিল সংগ্রহ উপকমিটির আহ্বায়ক ছিলেন সানজিদা আফরোজ, সদস্যসচিব সাজেদুর রহমান এবং বন্ধুসভার সব বন্ধু এই উপকমিটির সদস্য হিসেবে সক্রিয়ভাবে কাজ করেছেন।

সাধারণ সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা