ইউএনডিপির ফিউচার নেশন প্রকল্পের আওতায় ইংরেজি ভাষা শিক্ষার সুযোগ

ঢাকায় ইউএনডিপির কার্যালয়ে বৈঠক শেষে প্রথম আলো বন্ধুসভা ও ইউএনডিপির প্রতিনিধিদল

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে দক্ষ ও প্রশিক্ষিত তরুণ জনগোষ্ঠীর বিকল্প নেই। লাখ লাখ বেকার ও তরুণ জনগোষ্ঠীর জন্য সঠিক কর্মসংস্থান ও যোগ্য পেশা তৈরির জন্য প্রয়োজন ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন। আমাদের দেশের তরুণেরা নানা ক্ষেত্রে দক্ষ হলেও অনেক সময় শুধু ইংরেজি ভাষায় দক্ষতার অভাবে পিছিয়ে পড়েন। প্রথম আলো বন্ধুসভা কয়েক বছর ধরে সারা দেশের তরুণ-তরুণীদের ইংরেজি ভাষায় কথা বলতে দক্ষ করে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে আসছে। অন্যদিকে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি তাদের ‘ফিউচার নেশন’ প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিলের ‘বেসিক অ্যান্ড স্যোশাল ইংলিশ’ কোর্সের মাধ্যমে দেশের তরুণদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার ইউএনডিপির এই উদ্যোগে যুক্ত হলো বন্ধুসভা। এর আওতায় সারা দেশের আগ্রহী বন্ধুরা বিনা মূল্যে ব্রিটিশ কাউন্সিলের এই কোর্স অনলাইনে করতে পারবেন। আগ্রহ ও প্রচেষ্টার ওপর ভিত্তি করে এ ওয়ান, এ টু, বি ওয়ান, বি টু, সি ওয়ান লেভেল পর্যন্ত কোর্সটি করা যাবে, যেখানে সি ওয়ান লেভেল আইইএলটিএসের সমমানের। বন্ধুসভার বন্ধুরা ২০ থেকে ৫০ জনের দল করে এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি ধাপে নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী ধাপের প্রশিক্ষণে অংশ নিতে পারবেন বন্ধুরা। আর প্রতি গ্রুপের জন্য একজন ইংরেজিভাষী মেন্টর নিযুক্ত করে দেবে ইউএনডিপি, যাদের সঙ্গে কোর্স চলাকালে বিভিন্ন বিষয় ও সমস্যা সমাধানে কথা বলতে পারবেন প্রশিক্ষণার্থীরা।

গত রোববার ইউএনডিপি কার্যালয়ে এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন ইউএনডিপির পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ স্পেশ্যালিস্ট জ্যোতিষ তালুকদার, প্রাইভেট সেক্টর পার্টনারশিপ স্পেশ্যালিস্ট দেবাশীষ রায়, হেড অব কমিউনিকেশন মোহাম্মদ আবদুল কাইয়ুমসহ অন্যরা। আর বন্ধুসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হাসান মাহমুদ সম্রাট।

সভায় ভবিষ্যতে বন্ধুসভার সঙ্গে আরও নানা ইস্যুতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউএনডিপি। এ সময় হার্ভার্ড ইউনিভার্সিটির সঙ্গে আরেকটি যৌথ প্রকল্পে বন্ধুসভার সঙ্গে সিভিক এনগেজমেন্ট বিষয়ে কাজ করার ইচ্ছা জানায় সংস্থাটি, যেখানে বন্ধুসভার বন্ধু ও স্থানীয় তরুণদের ‘বেসিক স্যোশাল নর্মস’ বিষয়ে আলাপচারিতা ও প্রশিক্ষণের সুযোগ থাকবে, যার মধ্য দিয়ে সুনাগরিক হওয়ার পথে বন্ধুদের চিন্তাধারা বিকশিত হবে।

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বন্ধুসভা জাতীয় পর্ষদ