‘বন্ধুসভা তরুণদের সৃষ্টিশীল কাজ করার একটি মঞ্চ’

ভৈরব বন্ধুসভার ‘বন্ধুকথন’-এর ১৮তম পর্বছবি: জিহাদ খান

‘ভৈরব বন্ধুসভার সঙ্গে যুক্ত হই বন্ধু রিদমের মাধ্যমে ২০১৫ সালে। ছবি তোলার মাধ্যমে সবার সঙ্গে আন্তরিকতা বাড়ে। বন্ধুসভায় নিয়মিত হওয়ার পেছনে পল্লবদার অনেক ভূমিকা ছিল। বন্ধুসভা আস্থার জায়গা, এটি আমার সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এক অর্থে বলা যায়, এটি আমার দ্বিতীয় পরিবার। তাই তো যেকোনো আয়োজনে পরিবারকে নিয়ে আসি। আমার ছোট্ট মেয়ে আদৃতারও পছন্দের জায়গা ভৈরব বন্ধুসভা,’ বলছিলেন ভৈরব বন্ধুসভার সাবেক সভাপতি আরাফাত ভূইয়া।

১৫ জুন অনুষ্ঠিত হলো বন্ধুদের গল্প শোনার আয়োজন ‘বন্ধুকথন’-এর ১৮তম পর্ব। সঞ্চালনা করেন সভাপতি প্রিয়াংকা। সঙ্গে আরও যুক্ত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম। শুরুতেই প্রিয়াংকা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এবারের পর্ব ১৮তম। যে দুজন আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাঁরা একই সঙ্গে ভৈরব বন্ধুসভাকে নেতৃত্ব দিয়েছেন ২০১৮ সালে।

ভৈরব বন্ধুসভা আমার নেতৃত্ব বিকাশ করেছে, এখান থেকে যা শিখেছি, তা ব্যক্তিগত জীবনেও কাজে লাগছে।

আজহারুল ইসলাম বলেন, ‘ভৈরব বন্ধুসভায় যুক্ত হই অর্পণ ভাইয়ের মাধ্যমে। ভৈরব বন্ধুসভা আমার নেতৃত্ব বিকাশ করেছে, এখান থেকে যা শিখেছি, তা ব্যক্তিগত জীবনেও কাজে লাগছে। আমার ব্যবসাপ্রতিষ্ঠানের কাজে ভৈরব বন্ধুসভার সাংগঠনিক শৃঙ্খলা, নেটওয়ার্কিং অনেক সাহায্য করছে।’

‘২০১৮ সালে বন্ধুসভায় একদিকে যেমন কাজের জোয়ার, তেমনি বন্ধুদের আনাগোনায় যেকোনো আয়োজন আনন্দ মেলায় পরিণত হতো। আপনাদের দুজনের সাংগঠনিক নেতৃত্ব, কাজের চৌকসতা, সৃজনশীল আয়োজনগুলো, বিশেষ করে পাঠচক্র, পাঠক পার্বণ, বিশ্বকাপ কুইজ, সাধারণ জ্ঞান, পুষ্টি বিতর্ক আয়োজনগুলো ছিল চমৎকার। একই সঙ্গে ভৈরব বন্ধুসভার প্রাপ্তির ঝুলিতে দিয়েছে সেরা বন্ধুসভার খেতাব।’ বলছিলেন বন্ধুকথন আয়োজনটির সঞ্চালক প্রিয়াংকা।

‘আমরা দুজন বন্ধু একসঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদক থাকাকালে চেয়েছি বন্ধুদের মধ্যে আন্তরিকতা, যোগাযোগটা ভালো থাকুক। যে বন্ধুটা নিভৃতে কাজ করছেন, তিনি যেন সামনে আসেন। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার ব্যাপারেও আমাদের সজাগ দৃষ্টি ছিল। পরবর্তী সময়ে সেই বন্ধুটাই ভৈরব বন্ধুসভার নেতৃত্বের জায়গায় এসেছেন’, বললেন আজহারুল ইসলাম।

আরাফাত ভূইয়া আরও বলেন, ‘বন্ধুসভা তরুণদের সৃষ্টিশীল কাজ করার একটি মঞ্চ। দেশের জন্য কাজ করুন, আলোর পথে এগিয়ে চলুন।’

আয়োজনটি ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে লাইভ প্রচারিত হয়। লাইভ সমন্বয় করেন বন্ধু নাহিদ হোসাইন। সহযোগিতায় ছিলেন অর্থ সম্পাদক নাফিস আহমেদ ও দপ্তর সম্পাদক জিহাদ হোসেন।

সাধারণ সম্পাদক, ভৈরব বন্ধুসভা