বাংলা বছরের দশম মাস মাঘ, যা শীত ঋতুর দ্বিতীয় মাস। এর অবস্থান পৌষের পর এবং ফাল্গুনের আগে। মাঘ আসে প্রকৃতিতে শীতের শেষ পর্যায়ে, সঙ্গে নিয়ে আসে বসন্তের আগমনী বার্তা। শীতল পরিবেশে মাঘের ছোঁয়া যেন নতুন আশার বার্তা বয়ে আনে।
ইংরেজি নতুন বছরের শুরুতেই ভৈরব বন্ধুসভার সাংগঠনিক বছর শুরু হয়। নতুন বছরের প্রথম দিনগুলোর উদ্যমকে সৃজনশীল কাজে রূপ দিতে এবং বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করতে বন্ধুদের মনে হলো একটি মিলনমেলার আয়োজন করা যেতে পারে। যে মিলনমেলা শুধু আনন্দময় হবে না, বরং বছরব্যাপী সুন্দর এবং সৃজনশীল কাজে অনুপ্রেরণা জোগাবে।
এই ভাবনা থেকেই গত ১৫ জানুয়ারি, মাঘ মাসের প্রথম দিন ভৈরবের চন্ডিবেরের নূরুন নাহার বিদ্যানিকেতনে আয়োজন করা হয় ‘মাঘ সন্ধ্যায় বন্ধু আড্ডা’।
শুরুতেই বন্ধুরা দলবদ্ধভাবে বারবিকিউ ও রুটি তৈরির কাজ শুরু করেন। কেউ বারবিকিউ করছিল, রুটি বানাচ্ছিল, কেউ সেঁক দিচ্ছিল, কেউ–বা সালাদ কাটছিল। খাবারের সুগন্ধে আড্ডার পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ফায়ারক্যাম্প ঘিরে বন্ধুরা বসেন, ২০২৫ সালের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আকাশে রুপালি চাঁদ, ফায়ারক্যাম্পের উষ্ণতা আর আলো যেন সবার স্বপ্ন আর সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তোলে। এরই ফাঁকে স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাদিয়া সরকারের পরিচালনায় গানের তালে ঝুড়ি পাসিং খেলা চলে।
সবশেষে বারবিকিউ আর রুটির সঙ্গে গরম জিলাপি ও কোমল পানীয় পরিবেশন করা হয়। এই স্বাদের সঙ্গে হাসি, গল্প আর মজার মুহূর্তগুলো মিলে সৃষ্টি হয় একটি স্মৃতিময় সন্ধ্যা। পুরো আয়োজন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এরফান হোসেন।
বন্ধু ইকরাম বখ্শ বলেন, ‘মাঘের এই আড্ডা কেবল শীতের একটি সন্ধ্যা নয়; এটি বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার একটি মুহূর্ত।’
উপদেষ্টা সুমাইয়া হামিদ বলেন, ‘এ আড্ডার প্রতিটি মুহূর্ত আমাদের মনে এক স্মৃতির জায়গা তৈরি করে দিয়েছে।’
উপদেষ্টা জনি আলম বলেন, ‘এই আয়োজন সবার হৃদয়ে আনন্দময় স্মৃতি হয়ে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ বন্ধুত্ব আর সৌহার্দ্যের বার্তা বহন করবে।’
উপদেষ্টা ওয়াহিদা আমিন বলেন, ‘শীতের সন্ধ্যায় আকাশে ঝলমলে রুপালি চাঁদ যেন পুরো আয়োজনকে মায়াময় করে তুলেছে।’
উপদেষ্টা আলাল উদ্দিন বলেন, ‘প্রকৃতির এই রূপ আর বন্ধুত্বের উষ্ণতা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট মুহূর্তের মধ্যেই।’
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা বলেন, মাঘের এই সন্ধ্যায় চাঁদের আলোয় আলোকিত মাঠে নতুন-পুরোনো বন্ধুরা একত্র হয়ে যে আবেগময় পরিবেশ তৈরি হলো, এটি বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে নতুন বছরের উদ্দীপনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা হোক।
সভাপতি জান্নাতুল মিশু বলেন, এই আয়োজন সবার হৃদয়ে আনন্দময় স্মৃতি হয়ে থাকুক। এ উদ্যোগ বন্ধুত্ব আর সৌহার্দ্যের বার্তা বহন করুক।
প্রশিক্ষণ সম্পাদক, ভৈরব বন্ধুসভা