বৃষ্টি উপেক্ষা করে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

রংপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

শরতের মেঘ-বৃষ্টির বিড়ম্বনা সত্ত্বেও রংপুরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। ১৯ সেপ্টেম্বর দিনব্যাপী রংপুর টাউন হলসংলগ্ন পাবলিক লাইব্রেরি মাঠে এটি অনুষ্ঠিত হয়।

পূর্বপরিকল্পনা অনুযায়ী সকাল থেকে রংপুর বন্ধুসভার বন্ধুদের কাজ শুরু করার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় ঝুম বৃষ্টি। বৃষ্টি দীর্ঘস্থায়ী হতে শুরু করলে তা উপেক্ষা করে আধভেজা হয়েই অনুষ্ঠানের প্রাথমিক কাজ সম্পন্ন করেন বন্ধুরা। মূল অনুষ্ঠান সকাল নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির প্রভাবে তা পিছিয়ে ১০টায় শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল পর্ব।

রংপুরে এবার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ৪২৯ শিক্ষার্থী। সকাল থেকেই উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করে তারা। অনেক অভিভাবকেরাও আসেন। শিক্ষার্থীরা শুরুতেই নির্দিষ্ট বুথ থেকে ক্রেস্ট ও উপহারসামগ্রী সংগ্রহ করে।

শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও তাদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর ডিজিটাল রূপান্তর ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তিনটি শব্দকে সব সময় ‘না’ বলতে হবে। শব্দ তিনটি হলো মিথ্যা, মুখস্থ ও মাদক।

রংপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র–গবেষক শাশ্বত ভট্টাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, আইজিএস স্কুলের শিক্ষক মাহেদুল ইসলাম, শিখোর রসায়ন মেন্টর আরিফ হক, বাংলাদেশ ও বিশ্বপরিচয় মেন্টর কামরুল হাসান শাহিদিন, অদম্য মেধাবী শিক্ষার্থী জোবায়ের রহমান ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব। স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রংপুর বন্ধুসভার সভাপতি রওনক জাহান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর জামান।

বন্ধু, রংপুর বন্ধুসভা