দরিদ্র রোগীর পাশে সিরাজগঞ্জ বন্ধুসভা

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রোগীর পাশে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সিরাজগঞ্জ পৌর শহরের অসহায় বৃদ্ধ কামাল শেখ (৬৫) কুকুরের কামড়ে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ১০ অক্টোবর দুপুরে তাঁকে দেখতে সিরাজগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গিয়েছিলেন সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। এ সময় তাঁকে বন্ধুসভার পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ ফল ও খাবার কিনে দেওয়া হয়।

কামাল শেখ পৌর শহরের দিয়ারধানগরা মহল্লার বাসিন্দা। তিনি শহরের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সড়কের নৈশপ্রহরী হিসেবে কাজ করেন।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সকালে বাসা থেকে সিরাজগঞ্জ বড় বাজারে যাওয়ার পথে পৌর শহরের নতুন ডাকঘরের সামনের সড়কে পৌঁছালে পেছন থেকে একটি কুকুর হঠাৎ লাফ দিয়ে তাঁর ডান হাতের কবজির একটু ওপরে কামড় দেয়। অনেক কষ্টে কামাল শেখ তাঁর অপর হাত দিয়ে ছাড়িয়ে দিলেও কুকুরটি আবার কামড় দিয়ে একই হাতের ওপরের অংশের মাংসপেশি থেকে অনেকটা মাংস ছিঁড়ে নেয়। মুহূর্তের মধ্যেই তিনি সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

গতকাল মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে চিকিত্সাধীন আহত কামাল শেখকে দেখতে গিয়ে সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা প্রদীপ সাহা বলেন, ‘কামাল শেখ অত্যন্ত দরিদ্র বৃদ্ধ। নৈশপ্রহরীর কাজ করে যত্সামান্য বেতন পান, তা দিয়ে তাঁর চার সদস্যের সংসার চলে। হঠাৎ কুকুরের কামড়ের শিকার হয়ে বিপাকে পড়েছে পরিবারটি। তাই আমাদের সাধ্যমতো পরিবারটির পাশে দাঁড়াতে চেষ্টা করছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আরিফুল গণি, সভাপতি নাঈম শেখ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ ও বন্ধু কামনা মেহজাবিন।

সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা