শাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে চার দিনব্যাপী বইমেলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমা বইমেলাছবি: বন্ধুসভা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী প্রথমা বইমেলা। গত ২৭-৩০ জানুয়ারি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এটির আয়োজন করে শাবিপ্রবি বন্ধুসভা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই মেলায় প্রতিদিন পাঠকদের ছিল উপচে পড়া ভিড়। ছিল প্রথমা প্রকাশনের বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য বইয়ের সমাহার। বই নির্বাচন থেকে শুরু করে বই বিক্রিসহ যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন শাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা। সার্বিক সহযোগিতা করেন শাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর শাবিপ্রবি প্রতিনিধি নোমান মিয়া।

বইমেলা পরিদর্শনে আসেন শাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক নাজিয়া চৌধুরী ও অধ্যাপক তাহমিনা ইসলাম।

অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, ‘শাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা বছরব্যাপী পাঠচক্র, বৃক্ষরোপণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে। এবার প্রথমা প্রকাশনের বই নিয়ে বইমেলা করল। নিঃসন্দেহে এটি প্রশংসনীয় একটি উদ্যোগ।’

বন্ধুরা বলেন, ‘স্টল থেকে পাঠকেরা নিজেদের পছন্দের বই সংগ্রহ করেছেন। মানুষের কাছে ভালো মানের বই পৌঁছে দিতে শাবিপ্রবি বন্ধুসভার এই আয়োজন।’

সভাপতি, শাবিপ্রবি বন্ধুসভা