গাছ লাগানো নিঃসন্দেহে একটি মহৎ কাজ। গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন প্রদান করে। এ ছাড়া পরিবেশের ওপর বিরূপ প্রভাব রোধ করে; ফলমূল, কাঠ ও ছায়া প্রদানের মাধ্যমে সর্বত্র উপকার করে। তাই আমাদের সবার উচিত, বেশি বেশি গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করা।
‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে ২০ আগস্ট ঝালকাঠি বন্ধুসভার উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলার বৈদারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছত্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এগুলো বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে সহযোগিতা করেছে ঝালকাঠি বন্ধুসভার উপদেষ্টা সামসুল হক মনু। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুদ, বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক, ইউপি সদস্য, ঝালকাঠি বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক জান্নাতুল ইয়াসমিন, বন্ধু খান জাহার রিমন, মো. রাফিসহ অন্যান্য বন্ধুরা।
সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা