‘ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা পাচ্ছি’

ঝালকাঠিতে সংবর্ধনা নিতে আসা কৃতী শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়ে গেল শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩। ১০ অক্টোবর ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি সড়কের ফাতেমা কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক কৃতী শিক্ষার্থী অংশ নেয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান।

ঝালকাঠি বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য সাব্বির হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, ঝালকাঠি বন্ধুসভার উপদেষ্টা ইসরাত জাহান, প্রথম আলোর বিশাল বাংলা বিভাগের প্রধান তুহিন সাইফুল্লাহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আক্কাস সিকদার, আফজাল হোসেন, হাসান মাহমুদ, সবির হোসেনসহ অন্যরা।

সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

সংবর্ধনা নিতে আসা কৃতী শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মিলা আক্তার বলে, ‘এটি আমার জীবনে স্মরণীয় একটি অনুষ্ঠান। জিপিএ-৫ পাওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত মনে হচ্ছে।’ একই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া সৈয়দা তাসমিহা তুবা বলে, ‘সংবর্ধনা অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা পাচ্ছি।’

আলোচনা পর্ব শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে অংশগ্রহণ করে কৃতী শিক্ষার্থী ও বন্ধুসভার বন্ধুরা। নৃত্য, গান ও কবিতায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা