চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে শুরু হলো চলচ্চিত্র উৎসব

উৎসবের প্রথম দিন অংশ নেওয়া বন্ধুরা
ছবি: বন্ধুসভা

দেশের সমৃদ্ধ সংস্কৃতিকে তরুণ সমাজের কাছে পরিচয় করিয়ে দিতে চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে শুরু হলো সাত মাসব্যাপী চলচ্চিত্র উৎসব। ‘চলচ্চিত্রে নিজ ভাষা, নিজ সংস্কৃতি’ স্লোগানে ২৩ জুন বিকেলে শুরু হয় এ উৎসব। উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয় কালজয়ী চলচ্চিত্র ‘সারেং বৌ’। পর্যায়ক্রমে বছরজুড়ে আরও ১৭টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শিত হতে যাওয়া প্রতিটি চলচ্চিত্রই দেশের পুরোনো দিনের কালজয়ী চলচ্চিত্র।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজন সঞ্চালনা করেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা ফাহিম উদ্দীন। বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপদেষ্টা শিহাব জিশান। এরপর অনলাইনে যুক্ত হয়ে কথামালার আয়োজনে অংশ নেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায় ও সাধারণ সম্পাদক জাফর সাদিক। অতিথিরা আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে বন্ধুরা সমৃদ্ধ হবে, সেই সঙ্গে নিজেদের শিকড় সম্পর্কে জানতে পারবে। চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি মিনহাজ হোসাইনের বক্তব্যের মাধ্যমে শেষ হয় আলোচনা পর্ব।

আলোচনা পর্ব
ছবি: বন্ধুসভা

পরে ৪০ জন বন্ধু মিলে একসঙ্গে বন্ধুসভার কক্ষে বসে বড় পর্দায় ‘সারেং বৌ’ চলচ্চিত্র উপভোগ করেন। প্রদর্শনী শেষে বন্ধুদের জন্য ছিল দুই দিনব্যাপী রিভিউ লেখা প্রতিযোগিতার আয়োজন। এই চলচ্চিত্র উপভোগের পর তা নিয়ে রিভিউ লিখে বন্ধুদের রয়েছে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

বন্ধু প্রান্তিকা ভৌমিক বলেন, ‘চলচ্চিত্রটি বেশ উপভোগ করেছি। পাশাপাশি যেই রিভিউ লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সেটাতেও অংশ নেব বলে ভাবছি।’ আয়োজনে অংশ নিয়ে বন্ধুসভার এক নতুন বন্ধুর মা আয়েশা মমতাজ বলেন, ‘সবার সঙ্গে বসে বিখ্যাত এই চলচ্চিত্র দেখব বলে আমার মেয়ের সঙ্গে আমিও চলে এসেছি এবং বেশ উপভোগ করেছি।’

আয়োজনের সমন্বয়কারী হিসেবে আছেন নুরুজ্জামান খান, ইরফাতুর রহমান, সুরাইয়া হোসেন ও রাহিম মাহমুদ।