‘ইংলিশ ফর লাইফ অ্যান্ড ক্যারিয়ার সাকসেস’ কর্মশালা

কর্মশালা শেষে অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরাছবি: বন্ধুসভা

ইংরেজি হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভাষা। বর্তমান বিশ্বে ১৫০ কোটি মানুষ ইংরেজিতে কথা বলে। যেকোনো দেশে শিক্ষা ও কর্মজীবনে, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য ইংরেজি জানার কোনো বিকল্প নেই। তাই ময়মনসিংহ বন্ধুসভা ও জন আমোস সেন্টারের যৌথ উদ্যোগে প্রায় ২০০ শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইংলিশ ফর লাইফ অ্যান্ড ক্যারিয়ার সাকসেস’ কর্মশালা।

১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন আনন্দমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমান উল্লাহ। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে ইংরেজি শিক্ষার বিকল্প নেই। একজন শিক্ষার্থীর অন্যতম প্রধান দুর্বলতার স্থান হচ্ছে ইংরেজি বিষয়। আশা করি, আমার শিক্ষার্থীরা এই কর্মশালা থেকে জ্ঞান লাভ করে প্রত্যেকে ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে।’

কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইংরেজি অলিম্পিয়াডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংগঠক আমান সুলাইমান। এ ছাড়া উপস্থিত ছিলেন আনন্দমোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নুরুল আফসার, প্রথম আলোর প্রতিনিধি কামরান পারভেজসহ অনেকে। ময়মনসিংহ বন্ধুসভার পক্ষ থেকে বক্তব্য দেন সহসভাপতি মেহেদী হাসান। তিনি বিভিন্ন সৃজনশীল কাজে ময়মনসিংহ বন্ধুসভার সম্পৃক্ততা তুলে ধরেন।

কর্মশালায় ইংরেজি–বিষয়ক নানা দিকনির্দেশনা, ক্যারিয়ার গঠনবিষয়ক পরামর্শ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক রাবিয়াতুল বুশরা, সহসাংগঠনিক সম্পাদক এহতেশাম বিন অর্পন, প্রচার সম্পাদক উম্মে সালমা, সাংস্কৃতিক সম্পাদক মেহনাজ বিনতে মেঘলা, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক মোর্শেদা খাতুন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাদিয়া সিদ্দিকা, কার্যনির্বাহী সদস্য মাহমুদুস সালেহীন, বন্ধু শাকিল হোসেন, মাহিয়া মমসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা