হাবিপ্রবি বন্ধুসভার ঈদ শুভেচ্ছাবার্তা প্রতিযোগিতা

ঈদ শুভেচ্ছাবার্তা প্রতিযোগিতায় বিজয়ীরা

ঈদ বয়ে আনে আনন্দ। এই আনন্দ ভাগাভাগি করার সূচনা হয় শুভেচ্ছাবার্তার মাধ্যমে। আলপনা আঁকা কার্ড, সুন্দর খামে ভরে আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে বার্তা পাঠানোর রীতি বহুকাল থেকেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে বদলেছে শুভেচ্ছাবার্তার ধরনও। নতুনরূপে, নতুন আঙ্গিকে শুভেচ্ছাবার্তা নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করল শুভেচ্ছাবার্তা প্রতিযোগিতা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই অভিনব উদ্যোগ নেন বন্ধুরা। বন্ধুসভার বন্ধুরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেন।

নান্দনিক ও ভিন্ন ভিন্ন উপায়ে শুভেচ্ছাবার্তা জমা দেন প্রতিযোগীরা। কারও সুন্দর লেখা, আবার কেউ জমা দিয়েছে সুন্দর ও আকর্ষণীয় ভিডিও বার্তা। সেখান থেকেই পুঙ্খানুপুঙ্খ বিচার–বিশ্লেষণ করে ৩ জন সেরা বিজয়ীকে নির্বাচন করা হয়েছে। বিচারক হিসেবে ছিলেন কার্যনির্বাহী কমিটি ২০২১-এর সভাপতি আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী কমিটি ২০২২-এর সভাপতি রাকিবুল ইসলাম ও কার্যনির্বাহী কমিটি ২০২৩-এর সভাপতি নাহিদুল ইসলাম।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অর্থনীতি বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী নাফিসা তাবাসসুম, দ্বিতীয় হয়েছেন কৃষি অনুষদ ২২ ব্যাচের শিক্ষার্থী সামিয়া ইসলাম ও তৃতীয় হয়েছেন ডিভিএম ২১ ব্যাচের শিক্ষার্থী সুজিত কুমার। বিজয়ীদের পুরস্কার হিসেবে ঈদের সালামি দেওয়া হয়।

সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা