‘পদ্মানদীর মাঝি’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস। ১৯৩৬ সালে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এ উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রামের চিত্র তিনি বইটিতে তুলে ধরেছেন। পদ্মানদীর তীরে কেতুপুর গ্রামে বসবাস করা দরিদ্র জেলে ও মাঝিরা প্রতিদিন যেভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জীবনযাপন করেন, যেভাবে তাঁরা প্রকৃতির নির্মমতার বিরুদ্ধে লড়াই করে জীবিকা নির্বাহ করেন, তা-ই এই উপন্যাসের আলোচ্য বিষয়।
৮ সেপ্টেম্বর ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটি নিয়ে পাঠচক্র করেছে সিলেট বন্ধুসভা। প্রথম আলোর সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে মূল বক্তব্য তুলে ধরেন ফারহানা হক অমি। সারসংক্ষেপ আলোচনা করেন তমা সূত্রধর। উপন্যাসের চরিত্রগুলো নিয়ে আলোচনা করেন জয় তালুকদার ও নাছিফুল হক রাফি। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু সমীর বৈষ্ণব, দেব রায় সৌমেন, সাদমান চৌধুরীসহ অন্য বন্ধুরা।
সাংস্কৃতিক সম্পাদক, সিলেট বন্ধুসভা