বর্ণমেলায় বন্ধুসভা

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মেরিল বেবি-প্রথম আলো বর্ণমেলা অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধুরাছবি: শাকিব হাসান

রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ২১ ফেব্রুয়ারি, বুধবার অনুষ্ঠিত হয়েছে মেরিল বেবি-প্রথম আলো বর্ণমেলা ২০২৪। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এ মেলার কার্যক্রম। মেলায় বর্ণ আঁকা, বর্ণ মুখোশ, বর্ণপ্রযুক্তি, বর্ণ প্রদর্শনী, মস্ত বর্ণ, সিসিমপুর, নাগরদোলা, বিজ্ঞান বাক্স, গুফি ওয়ার্ল্ডসহ বর্ণ নিয়ে নানা আয়োজন ছিল।

বর্ণমেলা চলাকালে ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনার স্মৃতিস্তম্ভে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ পুষ্পার্ঘ অর্পণ করে। এ সময় জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সহসভাপতি সোলায়মান কবীর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান, দপ্তর সম্পাদক তৌহিদ ইমাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক জাহিদ ফেরদৌস, কার্যনির্বাহী সদস্য আলাদিন আসাদ, ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক নাঈমা সুলতানাসহ ঢাকার বিভিন্ন বন্ধুসভার পঞ্চাশোর্ধ্ব বন্ধু উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দায়িত্বরত বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বর্ণমেলা বাস্তবায়নে বন্ধুসভার অন্তত ৩৪ জন বন্ধু স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিত্রাঙ্কন, বর্ণাঙ্কণ, বর্ণ লিখন কার্যক্রম পরিচালনায় সহায়তাসহ বন্ধুসভা স্টল, হাতেখড়ি স্টল, মূল মঞ্চ, অনুষ্ঠান ও অতিথি ব্যবস্থাপনায় বন্ধুসভার বন্ধুরা দায়িত্ব পালন করেন। বন্ধুসভা স্টলে দেশব্যাপী ১৪০টির বেশি বন্ধুসভার যেকোনোটিতে নতুন বন্ধু হিসেবে নাম নিবন্ধনের সুযোগ ছিল।

বর্ণমেলায় বন্ধুসভার স্বেচ্ছাসেবকদের একাংশ
ছবি: বন্ধুসভা

শিশু ও তরুণদের মধ্যে বর্ণ, ভাষা ও বাংলা ভাষা আন্দোলনের স্মৃতিগাথা ছড়িয়ে দেওয়ার মননে প্রথম আলো নিয়মিত এ মেলা আয়োজন করে থাকে। বর্ণমেলা আয়োজনে সহযোগিতা করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি, সেপনিল, সুপারমম এবং প্রচার সহযোগী ছিল এটিএন বাংলা।