নারী দিবসের অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

প্রথম আলো ভৈরব অফিসে পুরস্কার হাতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরাছবি: আনাস খান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ ভৈরব বন্ধুসভা আয়োজন করে অনলাইন কুইজ প্রতিযোগিতা। সেখানে সারা দেশ থেকে অংশ নেন দুই শতাধিক প্রতিযোগী। সেখান থেকে সেরা ১০ জনকে নির্বাচন করা হয়। সেরা ১০ বিজয়ী হলেন আবদুল্লাহ আল সামিন, সৌগতা বাসাক, ফাহমিদা আক্তার, উম্মে হানি, আবদুল্লাহ আল জাহিন, নাজিয়া শারমিন, তানজিলা আক্তার, সুমাইয়া ইসলাম, কৌশিক আল তাহসান ও কামরুন্নার কলি।

১১ মার্চ প্রথম আলো ভৈরব অফিসে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। দূরের বন্ধুদের পুরস্কার কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। বিজয়ী শিক্ষার্থী উম্মে হানি উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘খুব ভালো লাগছে বিজয়ী হয়ে। বই পুরস্কার পেয়ে আনন্দের মাত্রা যেন দ্বিগুণ হলো। ভৈরব বন্ধুসভার আয়োজনগুলো সব সময়ই ভালো লাগে।’

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে ভৈরব বন্ধুসভার বন্ধুরা
ছবি: আনাস খান

ভৈরব বন্ধুসভা বছরব্যাপী বিভিন্ন দিবসভিত্তিক আয়োজন করে থাকে। তার মধ্যে নারী দিবসের আয়োজনটি উল্লেখযোগ্য। এবার ভিন্নধর্মী অনলাইন আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বেশ আশাজাগানিয়া। অনলাইন কুইজ প্রতিযোগিতার সমন্বয় করেন বন্ধু নাহিদ হোসাইন, আফিসা আলী, নুদরাতুন তোরসা।

সভাপতি প্রিয়াংকা বলেন, ‘নারীদের জয়গানে আলোকিত হোক সমাজ। ২০১৭ সাল থেকে ভৈরব বন্ধুসভার নারী দিবসের আয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত আছি। এবার দায়িত্বে থেকে কাজ করতে পেরে ভালো লাগছে।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ভৈরব বন্ধুসভার উপদেষ্টা আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক আহমেদ, কার্যনির্বাহী সদস্য রিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আনাস খান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মোশাররফ রাব্বি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামির রহমান, জেন্ডার ও সমতা সম্পাদক আফিসা আলী, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক তানসি নাহার, বন্ধু, জান্নাতুল মিশু, শাদাবসহ অন্য বন্ধুরা।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক, ভৈরব বন্ধুসভা