মায়ের মমত্বে বন্ধুসভা

চট্টগ্রাম বন্ধুসভার অনুষ্ঠান ‘মায়ের মমত্বে বন্ধুসভা’ছবি: বন্ধুসভা

মায়ের সঙ্গে সন্তানদের ঘনিষ্ঠতা অনেক গভীর। জন্মলগ্ন থেকে শুরু করে মায়ের সঙ্গে যে বন্ধনে আবদ্ধ হয় সন্তানেরা, সেই বন্ধন অটুক থাকুক আমৃত্যু; এমনটাই প্রত্যাশা করেন প্রত্যেক সন্তান।

মা দিবস উপলক্ষে ১৭ মে ‘মায়ের মমত্বে বন্ধুসভা’ শিরোনামে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বন্ধুসভা। প্রথম আলো চট্টগ্রাম অফিসে অনুষ্ঠিত এ আয়োজনে বন্ধুরা তাঁদের মায়েদের নিয়ে উপস্থিত হন।

বন্ধু অংকিতা আচার্য্য বলেন, গানের ভুবনে তাঁর পথচলা মায়ের হাত ধরেই। গান শেখার পেছনে মায়ের ইচ্ছাটাই বেশি ছিল। তাঁর মা বলেন, প্রতিটি পারফরম্যান্স শুরুর আগে দর্শকদের মধ্যে মায়ের চেনা মুখটাই খুঁজে বেড়ায় মেয়ে।

একে একে সবাই তুলে ধরেন মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। উঠে আসে তাঁদের সাফল্যের পেছনে মায়ের অবদানসহ এমন না–বলা অনেক অনুভূতির কথা। ছোট্ট বন্ধু অদ্বিতীয়া মল্লিক জানায় মায়ের সঙ্গে তার সখ্যতার কথা। দৈনন্দিন প্রতিটি মুহূর্তেই মাকে সঙ্গে পায় সে।

অদ্বিতীয়ার মা নিজেও স্মৃতিচারণা করেন ওনার নিজের মাকে নিয়ে। যেখানে তিনি মাকে ছেড়ে যেতে হবে বলে দেশত্যাগ না করার ব্যাপারটি তুলে ধরেন বন্ধুদের মধ্যে।

আয়োজনের ফাঁকে ফাঁকে ছিল গানের আসর। ‘তুমি মা আমাদের পৃথিবীর আলো’ ও ‘মায়ের মতো আপন কেউ নেই’ গানে গলা মেলান বন্ধুরা। মায়েদের এই আত্মত্যাগকে সাফল্যমণ্ডিত করে তুলতে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে নিজেদের শিক্ষিত করে তোলার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে তোলার আহ্বান জানান নতুন বন্ধু জয়িতা।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ঊষা বিনতে হোসাইন, বহ্নি শিখা ও ইসরাত জাহান।

বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা