শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সুনামগঞ্জ বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি

জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসংলগ্ন চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সুনামগঞ্জ বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ
ছবি: বন্ধুসভা

‘দাম দিয়ে কিনেছি বাংলা
কারও দানে পাওয়া নয়,
আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি
জানা আছে জগৎময়।’

দেশের খ্যাতনামা গীতিকার ও সুরকার আবদুল লতিফের গাওয়া গানটি যেন বিজয়ের প্রতিনিধিত্ব করে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। রক্তস্নাত বিজয়ের ৫৩তম বার্ষিকী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। এ দেশের সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষজনের সক্রিয় অংশগ্রহণে, দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে, বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিন বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।

দিনটি উপলক্ষে সোমবার প্রভাতে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসংলগ্ন চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানায় সুনামগঞ্জ বন্ধুসভা। এ সময় একাত্তরে প্রাণ উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বন্ধুরা। পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা কানিজ সুলতানা, রাজু আহমেদ, সভাপতি সৌরভ সরকার, কার্যনির্বাহী সদস্য প্রদীপ পাল, রাজীব দেব, প্রমিত, নীলসহ অন্য বন্ধুরা।

সভাপতি, সুনামগঞ্জ বন্ধুসভা