পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে বীজ বিতরণ

উপহার পাওয়া ফসলের বীজ হাতে সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১১ জুলাই বিকেলে সিরাজগঞ্জ ৩ নং ক্রসবারে প্রশিক্ষণ কর্মশালা শেষে সবাইকে বাগান তৈরির জন্য বীজ উপহার দেওয়া হয়।

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা যায়। এ বিষয়ে সিরাজগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক নয়ন খান বলেন, বন্ধুরা যাতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করতে পারে, এ জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পারিবারিক পুষ্টি চাহিদা নিশ্চিত করে সবজির চাহিদা পূরণসহ কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক মাহমুদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আনেন নাইম, প্রচার সম্পাদক মুনতাহা মুন, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক জেসমিন রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাশিদুল ইসলাম, বন্ধু আমিনা খাতুন, তাসিন রহমান, তাহিম আহমেদসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা