রাজধানীতে শীতের প্রভাব কমতে শুরু করলেও দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো তীব্র ঠান্ডা রয়েছে। সেই চিন্তা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবার শীতবস্ত্র বিতরণ করা হবে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়।
২৪ জানুয়ারি গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর ও লালমনিরহাট জেলায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই কার্যক্রমে বন্ধুদের পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতা করেছেন উপদেষ্টা ও অ্যালামনাইরা।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক আবদুল বাসেত বলেন, ‘ছবি তুলে প্রচারের থেকে বেশি গুরুত্বপূর্ণ অসহায় শীতার্ত মানুষদের কতটুকু সাহায্য করা সম্ভব। আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত নিজেদের জায়গা থেকে অসহায়দের সহযোগিতা করা।’
সভাপতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা