‘বিপদে বন্ধুর মতো মানুষের পাশে থাকতে হবে’

পাবনায় শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩
ছবি: বন্ধুসভা

‘সন্তানের কৃতিত্বে সবচেয়ে বেশি অবদান থাকে মা-বাবার। তাই মা ও বাবাকে সব সময় সম্মান করতে হবে,’ বলছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মাহবুব আলম। ১ অক্টোবর পাবনায় শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

এদিন সকাল আটটার মধ্যেই পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা এসে জমায়েত হয়। সকাল ১০টায় বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন করেন পাবনার শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ মো. বাহেজ উদ্দিন। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের এগিয়ে যাওয়ার এখনই সময়। তোমাদের এই মেধা দেশের জন্য কাজে লাগাবে। সব সময়ই ভালো কাজের সঙ্গে থাকবে।’

পাবনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

পাবনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আখতার জামান বলেন, ‘বন্ধুদের এই উচ্ছ্বাস ধরে রাখতে হবে। বিপদে বন্ধুর মতো মানুষের পাশে থাকতে হবে।’ প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি মিথ্যা, মুখস্থ ও মাদককে ‘না’ বলার অঙ্গীকার করান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সবার আগে ভালো মানুষ হতে হবে। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।’

জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে সংবর্ধনা নিতে আসে শিক্ষার্থীরা। বেড়া থেকে আসা কৃতী শিক্ষার্থী নাঈম খান বলে, ‘নিবন্ধন করার পর থেকে এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। সব বন্ধুকে একসঙ্গে দেখতে পেয়ে খুব ভালো লাগছে।’ সদর উপজেলার জান্নাতুল ফেরদৌস বলে, ‘আমাদের জন্য এমন আয়োজন করায় প্রথম আলোকে ধন্যবাদ।’

এর আগে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি সরোয়ার মোর্শেদ। উপস্থিত ছিলেন পাবনা বন্ধুসভার উপদেষ্টা শামসুন্নাহার বর্ণা, হাসান মাহমুদ, জুয়েল কুমার ঘোষ, আনিকা তাসনিম, মেহেদী শাওন, সভাপতি গোলাম হাসনায়েন, সহসভাপতি নাইদুজ্জামান নাহিদ, শেখ তোজা চাঁদনী, সাধারণ সম্পাদক খান আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক খাইরুল কবির, অর্থ সম্পাদক মর্জিনা মনা, দপ্তর সম্পাদক মোদাচ্ছের হোসেন, প্রচার সম্পাদক সেজানুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জান্নাতুল ইমু, প্রশিক্ষণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ম্যাগাজিন সম্পাদক তাহসিন ওশিন, কার্যনির্বাহী সদস্য সম্রাট ইসলামসহ অন্য বন্ধুরা।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে পাবনা বন্ধুসভা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা।

সাধারণ সম্পাদক, পাবনা বন্ধুসভা