জাককানইবি বন্ধুসভার নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর
জাককানইবি বন্ধুসভার নবীন বন্ধুদের বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ ফেব্রুয়ারি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
নবীন বন্ধুদের স্বাগত ও নবগঠিত কমিটির সবার জন্য শুভকামনা জানিয়ে সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাব্বির মিয়া। অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাশেদ হোসেন ও সাবেক সভাপতি মেহেদী হাসান পল্লব।
অতিথিরা বন্ধুসভার কার্যক্রমের প্রশংসা করে বলেন, তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার ক্ষেত্রে বন্ধুসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নবীন বন্ধুদের বরণ করতে ছিল নাচ, গান, নাটিকা প্রদর্শন, গল্প বলাসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। এতে জাককানইবি বন্ধুসভার বন্ধুরা অংশ নেন।
অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ২০২৫-এর সভাপতি আকিব হোসেন ও সাধারণ সম্পাদক রাবেয়া উর্মির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। তাঁরা নবগঠিত কমিটির পক্ষ থেকে বন্ধুসভার আগামী দিনের কার্যক্রম ও লক্ষ্য নিয়ে সংক্ষেপে আলোচনা করেন।
সবশেষে সবার প্রতি শুভকামনা জানিয়ে বিদায়ী কমিটির সভাপতি সাকিবুল হাসান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।