মুক্তিযুদ্ধের বীর সন্তানদের স্মরণ করল নোয়াখালী বন্ধুসভা

মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে নোয়াখালী বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনের প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে বাংলাদেশ নামের এই রাষ্ট্রকে মুক্ত করার জন্য স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। পরবর্তী ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় আমাদের প্রিয় মাতৃভূমি।

দিনটি উপলক্ষে বুধবার ভোর সাড়ে ছয়টায় নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা প্রথম আলোর নোয়াখালী অফিসের সামনে উপস্থিত হন। এরপর সবাই মিলে পৌঁছান মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে বীর সন্তানদের স্মরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সুমন নুর, বন্ধু জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিমুল, সাংগঠনিক সম্পাদক সানি তামজিদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাহিদা রেশমি, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল হাসান, কার্যনির্বাহী সদস্য জুনাইদ কাউসারসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা