বন্ধুসভা মানুষের পাশে দাঁড়ায়

সাংগঠনিক বৈঠক শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

শীতের হিমেল হাওয়ায় সূর্যের দেখা নেই, চারদিকে ঘন কুয়াশা; তবু আমাদের ছুটে চলা। ৪ জানুয়ারি প্রথম আলো গাজীপুর অফিসে গাজীপুর বন্ধুসভার প্রথম সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা মনির হোসাইন। তিনি বলেন, বন্ধুসভা প্রথম আলোর প্রাণ। প্রথম আলোর দিকনির্দেশনায় বন্ধুসভা তাদের সব কার্যক্রম সুন্দরভাবে বাস্তবায়ন করে থাকে। তাঁর মতে, সংগঠন করতে হলে সংগঠনকে জানতে হবে এবং সংগঠন থেকে শিখতে হবে।

গাজীপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা বলেন, প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, এটি মানবিক মানুষ তৈরির কারখানা। বন্ধুসভা দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে এগিয়ে আসে, মানুষের পাশে দাঁড়ায় এবং দেশের জন্য কাজ করে। প্রথম আলো ও বন্ধুসভাকে কেউ যাতে অপব্যবহার করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুদের।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা রেজাউল করিম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ নতুন কমিটির সদস্য ও অন্য বন্ধুরা।

সভাপতি, গাজীপুর বন্ধুসভা