সিরাজগঞ্জ বন্ধুসভার প্রীতি ক্রিকেট ম্যাচ

প্রীতি ক্রিকেট ম্যাচের একটি দৃশ্যছবি: বন্ধুসভা

খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শরীর, মন ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা করলে সুস্থ, সুন্দর ও সুখী জীবন যাপন করা সম্ভব। সেই লক্ষ্যে নিজেদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছেন সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।

গত ৩১ জানুয়ারি সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রহমতগঞ্জ মিল মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। বন্ধুরা লাল ও সবুজ নামে দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন।

সিরাজগঞ্জ বন্ধুসভার প্রীতি ক্রিকেট ম্যাচ
ছবি: বন্ধুসভা

লাল দলে ছিলেন বন্ধু রাব্বী, রাশিদুল, তৌফিক, সায়াদ, কাউসার, রুহুল, সালমান ও আপন। সবুজ দলের সদস্যরা হলেন বন্ধু নয়ন খান, জুনায়েদ বাবু, আনেন নাঈম, সাব্বির, রিশাদ, বিপ্লব, জোহান ও লিমন।

সবুজ দলের দলপতি জুনায়েদ বাবু টসে জিতে লাল দলকে ফিল্ডিংয়ে পাঠান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৯৮ রান সংগ্রহ করে সবুজ দল। জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৮ রানের পরাজয় বরণ করে লাল দল।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা