‘প্রত্যেক বন্ধুকে একসঙ্গে কাজ করতে হবে’

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৪–এর পরিচিতি সভাছবি: বন্ধুসভা

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সব সময় সামাজিক ও মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করে এসেছে। আগামী দিনেও তার ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখবে বলে নতুন কমিটির বন্ধুদের প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন সদ্য বিদায়ী সভাপতি শাহাবুদ্দীন আহমেদ। ২২ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৪–এর পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। সভায় বন্ধুরা আগামী এক বছরে কে কী কী কাজ করবে, সেই কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সভাপতি তুহিনূজ্জামান বলেন, ‘এবার আমার ওপর বন্ধুসভার গুরুদায়িত্ব। বন্ধুসভায় আমার প্রায় চার বছরের অভিজ্ঞতা কাজে লাগাব। গত কমিটিগুলোয় যে ত্রুটি ছিল, সেগুলো সংশোধন করে সবাইকে নিয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাব। রাবি বন্ধুসভাকে সেরা বন্ধুসভার অন্যতম হিসেবে গড়ে তুলতে সুন্দর ও পরিকল্পিত পন্থায় আগামী এক বছর কাজ করে যাব। এ লক্ষ্য বাস্তবায়নে প্রত্যেক বন্ধুকে একসঙ্গে কাজ করতে হবে। সবার অংশগ্রহণ ও সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।’

সভা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: ছবি: বন্ধুসভা

সাধারণ সম্পাদক রহীমা সিদ্দিকী বলেন, ‘প্রতিবছর নানা কার্যক্রমের মাধ্যমে রাবি বন্ধুসভা সুনাম কুড়িয়ে আসছে। এ বছরও আমরা এই ধারা বজায় রাখার চেষ্টা করব। সবাই মিলে ভালোর সাথে আলোর পথে রাবি বন্ধুসভাকে এগিয়ে নিয়ে যাব।’

সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মীর আলআমিন, রায়হান হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ কুমার, অর্থ সম্পাদক মাজেদুল ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আয়েশা সিদ্দিকা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রিয়াদ খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফরহাদ হোসেন, ম্যাগাজিন সম্পাদক শরিফা নাজমিন, কার্যনির্বাহী সদস্য মাহাবুর রহমান, শাখাওয়াত আলম, অদ্রীব উৎস প্রমুখ।

প্রচার সম্পাদক, রাবি বন্ধুসভা