ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীদের মধ্যে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ

ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের মধ্যে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেন বশেমুরবিপ্রবি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যেই ৩ মে অনুষ্ঠিত হলো গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় ২০০ শিক্ষার্থীর মধ্যে এগুলো বিতরণ করেন বন্ধুরা। এ সময় পরীক্ষার্থীদের আসনবিন্যাসসহ সার্বিক বিষয়েও সহযোগিতা করেন তাঁরা।

বশেমুরবিপ্রবি বন্ধুসভার সহসভাপতি সিনথিয়া সুমি বলেন, ‘আমরা নিজেরা গরমের মধ্যে টিকতে পারছি না। অথচ এসব পরীক্ষার্থী নিজেদের এবং পরিবারের স্বপ্ন পূরণের জন্য উত্তপ্ত গরমের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুচ্ছের ভর্তি পরীক্ষা দিতে এসেছেন। এই ভর্তিযুদ্ধে অংশ নিতে এসে তাঁদের পক্ষে ঠান্ডা পানি ও স্যালাইন কিনে খাওয়া কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। তাই বশেমুরবিপ্রবি বন্ধুসভা ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীদের পাশে থাকার সামান্য চেষ্টা করেছে।’

সভাপতি আলাউল হক বলেন, ‘বন্ধুসভা সব সময় ভালো কাজের সঙ্গে ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক শামীম আহামেদ, দপ্তর সম্পাদক সাফায়েত উল্লাহ্, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক হোসনে আরা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক ইনজামামুল হক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মুহাম্মদ সোহেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুবেল রানা, বইমেলা সম্পাদক আরিফুল ইসলামসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, বশেমুরবিপ্রবি বন্ধুসভা