চা–শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কম্বল বিতরণ
ছবি: বন্ধুসভা

‘সবার সম্মিলিত প্রয়াসই পারে শীতার্ত মানুষদের কষ্ট লাঘব করতে’ প্রতিপাদ্যে সিলেটের লাক্কাতুরা চা–বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১০ ডিসেম্বর দুপুরে ৬০ জন শ্রমিকের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন বন্ধুরা।

চা–শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর হিমাদ্রি শেখর রায়। তিনি বলেন, শিক্ষা কেবল একাডেমিক সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ নয়। পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধের বিকাশ ও মানুষের জন্য কিছু করার মাধ্যমেই শিক্ষার আদর্শ প্রতিফলন ঘটে। বন্ধুসভা কর্তৃক মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টার মাধ্যমে মনুষ্যত্ব ও মানবিকতার উজ্জ্বল প্রতিফলন ঘটেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সভাপতি সাকিব শাহরিয়ার, মাঈদুল ইসলাম, বর্তমান সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি মাহফুজুল কাদির, শাফিনুর ইসলাম, সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেনসহ অন্য বন্ধুরা।

সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা