জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
রংতুলিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস
জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রংতুলিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। দুই বিভাগে প্রায় ৪০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতি গ্রুপ থেকে তিনজন করে মোট ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে বিশেষ উপহার দেন বন্ধুরা। সবার জন্য ছিল নাশতার ব্যবস্থা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক তকিব হাসান, সহসভাপতি ইশতিয়াক আহমেদ, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক সাদিয়া রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদিয়া তাসনিম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাব্বির মিয়া, প্রচার সম্পাদক জাফরিন হোসেন, কার্যনির্বাহী সদস্য তানজিনা ইসলাম, জয়া দত্ত, নিলয় ঘোষ প্রমুখ।
সভাপতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা