শিশুদের এক দিনের ইচ্ছা পূরণ করলেন বন্ধুরা

ময়মনসিংহ বন্ধুসভার একটি ভালো কাজ
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’–এর অংশ হিসেবে সুবিধাবঞ্চিত কয়েকজন শিশুর এক দিনের ইচ্ছা পূরণ করে দিয়েছেন ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা। ১ নভেম্বর সকাল সাড়ে আটটায় ময়মনসিংহ নগরীর এবি গুহ রোডসংলগ্ন রেলওয়ে কলোনির সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মিলিত হন বন্ধুরা। উপস্থিত শিশুদের নাম–পরিচয় জানার পর সবার সঙ্গে নাশতা করেন।

৯ বছর বয়সী জাহানারা আক্তার ও তার বন্ধু বছর দশেকের অনিক। পড়াশোনা করে ময়মনসিংহ নগরীর এবি গুহ রোডসংলগ্ন রেলওয়ে কলোনির শিশুশিখন কেন্দ্রে। ময়মনসিংহ বন্ধুসভার সহসভাপতি মেহেদী হাসান তাদের দুজনকে বলেন, ‘তোমাদের সঙ্গে আমরা সারা দিন থাকব এবং তোমাদের আজকের দিনের সব ইচ্ছা পূরণ করব। বলো কী কী চাও?’

শিশুদের এক দিনের ইচ্ছা পূরণ করলেন বন্ধুরা

অনিক জানায়, ঈদের জামা ছাড়া তার কাছে আর কোনো জামা নেই। একটা নতুন শার্ট চাই। জাহানারার পরিহিত জামার পেছনে ছেঁড়া। সেও একটা নতুন জামা চায়। তাৎক্ষণিকভাবে তাদের দুজনকে সাংগঠনিক সম্পাদক হামিদুল হক স্থানীয় একটি শপিং মলে নিয়ে গিয়ে শার্ট, ফ্রক, প্যান্ট ও পায়জামা কিনে দেন। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রাবিয়াতুল বুশরা সাজসজ্জার জন্য লিপস্টিক, হেয়ার বেল্ট, চশমাসহ জুতা কিনে দেন।

দুপুরে এই দুই শিশুর ইচ্ছা অনুযায়ী বিরিয়ানি খাওয়ানো হয়। খাবার শেষে অনিক খুশি হয়ে বলে, ‘অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল। আম্মায় কিন্না দিতে পারে না। আইজ তোমরার জন্য খাইতে পারলাম।’

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা