বন্ধুসভা পরিবারের নারীদের সম্মাননা প্রদান

চারজন নারী বন্ধুকে সম্মাননা দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

‘পরিবারের নারীদের সম্মান করি, সুন্দর দেশ গড়ি’ স্লোগানে ৮ মার্চ বিকেলে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে পাবনা বন্ধুসভা। অনুষ্ঠানে বন্ধুসভা পরিবারের চারজন নারী বন্ধুকে নিজেদের কাজের পাশাপাশি সংগঠনকে গতিশীল করায় অবদান রাখার জন্য সম্মানিত করা হয়।

চার নারীর মধ্যে গৃহিণী মর্জিনা আলম সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি বন্ধুসভার প্রতিটি অনুষ্ঠানে সময় দিচ্ছেন। সানজিদা আনোয়ার শিশুপুত্রকে সময় দেওয়ার পাশাপাশি বন্ধুসভার অনুষ্ঠানে সর্বাধিক উপস্থিতি বন্ধু, আফরিদা বর্ষা পড়ালেখার পাশাপাশি সংগঠনের বন্ধু সংগ্রহসহ বিভিন্নভাবে সংগঠনকে গতিশীল করছে এবং জান্নাতুল ইমু নিজের উচ্ছলতা দিয়ে বন্ধুদের মাতিয়ে রাখেন।

বিকেল পাঁচটায় প্রথম আলোর পাবনা আঞ্চলিক অফিসে এই চার বন্ধুকে ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেন ছেলেরা। পরে তাঁদের শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি সরোয়ার মোর্শেদ, শিক্ষক সিরাজুল ইসলাম, পাবনা বন্ধুসভার সহসভাপতি নাহিদুজ্জামান নাহিদ, সাধারণ সম্পাদক খান আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক সেজানুর রহমানসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, পাবনা বন্ধুসভা