বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল কাতার বন্ধুসভা

কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাসে বিদায়ী রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাতার বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতার বন্ধুসভার বন্ধুরা। ৭ জুলাই কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে হৃদয়গ্রাহী আলাপচারিতায় অংশ নেন এবং তাঁর কাতারে দায়িত্ব পালনকালে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্ধুরা। এ সময় বন্ধুসভার পক্ষ থেকে রাষ্ট্রদূতের হাতে স্মৃতি ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

কাতার বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রবাসে বাংলাদেশিদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য অটুট রাখতে বন্ধুসভার মতো সংগঠনগুলো অনন্য ভূমিকা রাখছে। আমি সব সময় বন্ধুসভার কার্যক্রমের প্রশংসা করেছি এবং ভবিষ্যতেও তাদের সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করি।’

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে বন্ধুসভার এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ড বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

প্রশিক্ষণ সম্পাদক, কাতার বন্ধুসভা