বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বন্ধুদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যেভাবে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছে, তার জন্য শিক্ষক হিসেবে আমি গর্বিত। আশা করব ভালো কাজের মধ্য দিয়ে বন্ধুরা নিজেরা গৌরবান্বিত হবে এবং আমাদেরকেও গর্বিত করবে।’
৩১ জানুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্য দেন সহসভাপতি তৌসিফ আলম। বিগত কমিটির কার্যবিবরণী পেশ এবং নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন বিদায়ী সভাপতি সামিউল ইসলাম।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সব সময় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করে আসছে। নতুন কমিটি এই ধারা অক্ষুণ্ন রাখবে বলে আশাবাদ ব্যক্ত করি।’ এসময় তিনি বন্ধুসভার যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘বিভিন্ন দুর্যোগে-সংকটে বন্ধুসভা সব সময় অগ্রণী ছিল। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনগুলোকেও তাঁদের নেতৃত্ব দ্বারা মানবিক কাজে সংযুক্ত করতে দেখেছি। আশা করি নতুন কমিটিও এ সফলতার ধারা অব্যাহত রাখবে।’ ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বন্ধুসভা যেভাবে তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে আসছে, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই গুণ পরবর্তীতে তাঁদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে।’
সাবেক সহসভাপতি হাসিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা প্রত্যেকেই সমাজের প্রতি দায়বদ্ধ। সেই জায়গা থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সব সময়ই সচেষ্ট ছিল।’ সাবেক সাধারণ সম্পাদক মহাসিন হোসাইন বলেন, ‘বিগত বছরগুলোতে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা যেভাবে সফলতার সঙ্গে এগিয়েছে, নতুন কমিটিও সেই ধারা অব্যাহত রেখে বন্ধুসভাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সভাপতি নাইম ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক উপমা দত্ত, আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পূজা রায়, সহসাংগঠনিক সম্পাদক রিঙ্কু হোসাইন, শামীমা সুলতানা, অর্থ সম্পাদক শাহেদ শাহরিয়ার, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক উম্মে হাফসা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মোর্শেদুল আলম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক দ্বীপ দত্ত, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক গাজী এম জে সানি, কার্যনির্বাহী সদস্য আকিবুল হাসানসহ অন্যান্য বন্ধুরা।
বন্ধু, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা