আহমদ ছফার ‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’ বই নিয়ে পাঠচক্র করেছে জামালপুর বন্ধুসভা। গত ৩১ জানুয়ারি বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।
‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’ জনপ্রিয় লেখক ও ঔপন্যাসিক আহমদ ছফার একটি আত্মজৈবনিক উপন্যাস। এতে লেখক তাঁর ব্যক্তিজীবনের কিছু প্রেমের সম্পর্ক এবং অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। উপন্যাসের প্রধান চরিত্র জাহিদ, যার মাধ্যমে লেখক নিজের জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। জাহিদ তার জীবনে আসা দুই নারী, দুরদানা ও শামারোখকে গভীরভাবে ভালোবেসেছিলেন। এই দুই নারীর মধ্যে একজন ছিলেন স্বাধীনচেতা ও প্রগতিশীল, অন্যজন রহস্যময়ী ও আধ্যাত্মিক।
দুরদানা ছিল এক অদম্য সাহসী নারী, যে সমাজের প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানাতে দ্বিধা করত না। জাহিদ তার প্রতি আকৃষ্ট হয়েছিল এই ব্যতিক্রম ব্যক্তিত্বের জন্য। তাদের সম্পর্ক একসময় গভীর প্রেমে পরিণত হয়। কিন্তু কিছু অপ্রত্যাশিত ঘটনার কারণে তাদের পথ আলাদা হয়ে যায়।
শামারোখ ছিল সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। সে ছিল শিল্পী, যার মধ্যে ছিল এক রহস্যময় আকর্ষণ। জাহিদ তার প্রতি আকৃষ্ট হয়েছিল আধ্যাত্মিকতার জন্য। তাদের সম্পর্কও একসময় গভীর হয়। কিন্তু শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।
উপন্যাসটিতে নারী-পুরুষের সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ, সমাজ, রাজনীতি ও দর্শন সম্পর্কে গভীর আলোচনা করেছেন লেখক। তিনি দেখিয়েছেন যে প্রত্যেক মানুষ আলাদা এবং তাঁদের নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। উপন্যাসটি আহমদ ছফার একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত। যেখানে তিনি তাঁর জীবনের গভীরতম অনুভূতি ও অভিজ্ঞতাগুলো অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন।
বইটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক চৌধুরী সামিতা তাবাসসুম। আশেক মাহমুদ কলেজের শিক্ষক বিশ্বজিৎ স্যার বইটির বিভিন্ন দিক নিয়ে নিজস্ব পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, ‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’ একটি জটিল এবং গভীর উপন্যাস। এখানে লেখক প্রেম, সম্পর্ক এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। বইটি একই সঙ্গে আনন্দ ও বেদনার অনুভূতি জাগায়।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি সাখাওয়াত হোসেন, সহসভাপতি ডা. কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ফারজানা আক্তার, বইমেলা সম্পাদক আমির হামজাসহ অন্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা