ছোটগল্প ‘কলিমদ্দি দফাদার’ নিয়ে পাঠচক্র

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনলাইন পাঠচক্র

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কথাসাহিত্যিক আবু জাফর শামসুদ্দীন চৌধুরী রচিত ছোটগল্প ‘কলিমদ্দি দফাদার’ নিয়ে পাঠচক্র করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৬ মার্চ রাত সাড়ে ৯টায় অনলাইনে এটি অনুষ্ঠিত হয়।

প্রথমেই সঞ্চালক সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ও স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারপর গল্পটি ও লেখক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। একে একে অন্য বন্ধুরাও গল্পটি পাঠ ও আলোচনা করেন।

প্রায় ৪০ বছর ধরে ইউনিয়ন বোর্ডের দফাদারি করে আসছেন কলিমদ্দি। আচরণে অত্যন্ত সহজ–সরল। মনে বিন্দুমাত্র অহংকার নেই। তবে রসিকতা করতে বড়ই ভালোবাসেন। তার পাঁচজনের সংসার, সবাইকে নিয়ে থাকেন একচালা ছাউনিতে। যৎসামান্য আয় দিয়ে পরিবারকে চালাতে হয় শত দুঃখ–কষ্ট নিয়ে। কখনো কখনো একবেলা না খেয়েও থাকতে হয়। কলিমদ্দিকে যুদ্ধের ভয়াবহ সময়েও পাকিস্তান সরকারের হয়ে কাজ করতে হয় জীবিকার তাগিদে। কিন্তু তিনি দেশপ্রেমিক মানুষ। ওপরে ওপরে পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করলেও সুকৌশলে মুক্তিবাহিনীকে সহযোগিতা করেন। এ রকম চিত্রই ফুটে উঠেছে কলিমদ্দি দফাদার গল্পে।

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনলাইন পাঠচক্র

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক ফারজানা আক্তার বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর শতসহস্র নির্যাতনের গল্পের মধ্যেও লেখক বর্ণনা করেছেন বাংলাদেশের সংগ্রামী মানুষের পাল্টা আক্রমণের গল্প। মুক্তিবাহিনী কীভাবে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে, তা লেখক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

পাঠচক্রটি সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাইফ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি উপমা দত্ত, সাধারণ সম্পাদক সাহেদ শাহারিয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দাস, বন্ধু সুমাইয়া আক্তার, রাকিব হোসাইনসহ আরও অনেকে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা