রাজকুমারী ইন্দুপ্রভার ‘আত্মকথা’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২১ জুন বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে বই আলোচনায় সাংস্কৃতিক সম্পাদক কবি আনিফ রুবেদ বলেন, ‘আত্মকথা’ হলো রাজকুমারী ইন্দুপ্রভার আত্মজীবনীমূলক রচনা, যা বাংলা সাহিত্যে নারীর কণ্ঠে রচিত প্রথম দিককার আত্মজীবনীগুলোর মধ্যে অন্যতম। এতে তিনি তাঁর ব্যক্তিগত জীবন, পারিবারিক বন্ধন, সমাজের অবস্থান ও মানসিক অনুভব অত্যন্ত সততার সঙ্গে তুলে ধরেছেন। বইটি শুধুই আত্মজীবনী নয়, এটি এক নারীর আত্মপ্রকাশ ও সামাজিক প্রতিবাদের কণ্ঠস্বর।
গল্পের বর্ণনায় আনিফ রুবেদ বলেন, ‘ইন্দুপ্রভার জন্ম এক উচ্চবর্ণ হিন্দু পরিবারে। তাঁর শৈশব কেটেছে সমাজের কড়া নিয়ম ও রীতিনীতির মধ্যে। মা-বাবার সম্পর্ক, ভাইবোনদের আচরণ ও পারিবারিক দুঃখ-কষ্টগুলো স্পষ্টভাবে উঠে এসেছে। অল্প বয়সে তাঁর বিয়ে হয়। স্বামী ছিলেন স্বভাবকঠোর। ফলে তিনি বিবাহিত জীবনে সুখী ছিলেন না। স্বামীর অবহেলা ও সংসারজীবনের কষ্ট তাঁকে গভীরভাবে আঘাত করেছিল। জীবনের নানা কঠিন অভিজ্ঞতা তাঁকে আত্মজিজ্ঞাসায় ডুবিয়েছে। নানা বাধা সত্ত্বেও তিনি নিজেকে শিক্ষিত ও আত্মসচেতন করে গড়ে তুলতে পেরেছিলেন। ধর্ম, সমাজ, নারীজীবন নিয়ে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তিনি নারীর অধিকার, সমাজে তাঁর অবস্থান এবং নিজের অস্তিত্ব নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেন।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, দপ্তর সম্পাদক আসেফ উৎস, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা