তরুণ-তরুণীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য উন্নয়ন, তাঁদের জন্য একটি সক্ষম সহায়ক প্রজনন স্বাস্থ্যসেবার সুরক্ষিত পরিবেশ তৈরি করতে জ্ঞান, মনোভাব, দক্ষতা এবং আচরণগত উন্নতি সাধন করতে ইউএসএআইডির সুখী জীবন প্রকল্পের পাথফাইন্ডার বাংলাদেশ ও প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ময়মনসিংহে ‘কৈশোর ও যুববান্ধব প্রজনন স্বাস্থ্যসেবা’–বিষয়ক কর্মশালা হয়েছে। ২৫ আগস্ট বেলা তিনটায় ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় সহযোগিতা করে ময়মনসিংহ বন্ধুসভা।
স্বাগত বক্তব্য দেন পাথফাইন্ডার বাংলাদেশের ফ্যামিলি প্ল্যানিং ও কমপ্লায়েন্সের সহসমন্বয়ক জাকিয়া রেজওয়ানা। কিশোর-কিশোরীদের শারীরিক মানসিক ও প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে নানা পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কিশোর-কিশোরীরা সচেতন থাকে না। অনেক বিষয় সম্পর্কে তারা জানতে পারে না। অথচ এটা এমন কোনো বিষয় না যে খোলামেলা আলোচনা করা যাবে না। অনেক পরিবারই এসব বিষয়ে আলোচনা করতে সংকোচ বোধ করে। আমাদের এসব বিষয় নিঃসংকোচে আলোচনা করতে হবে এবং সচেতন থাকতে হবে।’
কর্মশালায় কৈশোরকালীন বিভিন্ন প্রজনন স্বাস্থ্যসেবা বিষয় নিয়ে আলোচনা করেন পাথফাইন্ডারের অ্যাডালসেন্ট ও ইয়ুথ সহসমন্বয়ক আজিজুর রহমান। অনুষ্ঠানের প্রশ্নোত্তরপর্বে অংগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। অন্যাদের মধ্যে বক্তব্য দেন সুখী জীবন প্রকল্পের কারিগরি পরিচালক শারমিন সুলতানা, পাথফাইন্ডার বাংলাদেশের আঞ্চলিক অনুষ্ঠান ব্যবস্থাপক এ টি এম রফিকুল ইসলাম।
সমাপনী বক্তব্যে প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভিশন বিভাগের সাইদুজ্জামান রওশন বলেন, ‘আজ আমরা যারা কর্মশালায় বিভিন্ন বিষয়ে যেসব কথা জানলাম, সেগুলো আমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাদের সচেতন করতে হবে।’
কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র দেওয়া হয় এবং দলগত কাজ ও কুইজে অংশ নেওয়া সবাইকে বই উপহার দেওয়া হয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা কামরান পারভেজ, আবুল কালাম আজাদ, ছৈয়দ রায়হান উদ্দিন, আলী ইউসুফ, আবুল বাশার, সভাপতি সুব্রত কুমার সিংহ, সাধারণ সম্পাদক খালিদ হাসান সম্রাট, সহসভাপতি তাহমিনা শেখ, মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা