চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণ করলেন বন্ধুরা

বিকাশ ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারে বই বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভাছবি: বন্ধুসভা

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারে বই বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ১৩ অক্টোবর বেলা ১১টায় শহরের স্কাউটস ভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল বিকাশ ও প্রথম আলো ট্রাস্ট।

বই বিতরণ অনুষ্ঠানে ১৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক ও প্রতিনিধি এবং চারটি পাঠাগারের প্রতিনিধির হাতে বই তুলে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যেও বই বিতরণ করা হয়। সব মিলিয়ে মোট ৫ হাজার ৬০টি বই বিতরণ করেন বন্ধুরা।

এ সময় বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোজাহারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, আজাইপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কৃষ্ণগোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ আজফার আলী, জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম।

বক্তারা বলেন, যেকোনো দেশের কাঁচাবাজার ও বইয়ের দোকানে গেলে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বোঝা যাবে। কেননা, এ দুটি জায়গা লক্ষ করলে লেখাপড়ার জন্য মানসম্মত বই ও পণ্যের মানের অবস্থা বোঝা যায়। পড়ালেখার জন্য শিক্ষাজীবনই উৎকৃষ্ট সময়। যদিও পড়ালেখার কোনো বয়স নেই। প্রতিটি স্কুল ও ক্লাবেই থাকতে হবে পাঠাগার। সেটির দেখভালও থাকতে হবে নিয়মিত। শিক্ষার্থীদের বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে। যত বেশি বই পড়বে, তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে। শিক্ষার্থীসহ সমাজের সব স্তরের মানুষের কথা বিবেচনা করে আজ যেসব বিদ্যালয় ও পাঠাগারে বই দেওয়া হলো, তা খুবই ভালো একটি উদ্যোগ।

শিক্ষার্থীদের বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে। যত বেশি বই পড়বে, তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে।

বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, বিকাশ ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এসব বই বিতরণ করা হয়েছে। বই বিতরণের তিন দিন আগে থেকেই বন্ধুরা এতগুলো বই বাছাই ও সাজানো-গোছানোর কাজ করেন। এরপর সেগুলোকে বিদ্যালয়ভিত্তিক ভাগ করে বাঁধাই করা হয়। জ্ঞানের বিকাশ ছড়িয়ে দিতে এসব উদ্যোগকে সফল করতেই বন্ধুরা কাজ করে থাকেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর, বেহুলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জেলা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, বন্ধুসভার সহসভাপতি মো. আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, প্রচার সম্পাদক উম্মে কুলসুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু ফারাহ্ উলফাৎ, নাজিফা আনজুম, ফাবিহা ফারজানা, মায়িশা ফারজানা, আল মাহমুদ, নাফিউল ইসলাম, মঈন আলী, সাকিব হাসান, জোবায়ের আলী, সোহান আলী, সাকিল হোসেন, অলিদ আলী, রাকিবুল হাসান, সৈয়দ নুরুল আমিরুল মোমেনীনসহ অন্য বন্ধুরা।

বন্ধু, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা