ঝিনাইদহ বন্ধুসভার পাঠচক্র ও সাহিত্য আড্ডা

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ঝিনাইদহ বন্ধুসভার পাঠচক্র ও সাহিত্য আড্ডাছবি: বন্ধুসভা

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ৫ ফেব্রুয়ারি পাঠচক্র ও সাহিত্য আড্ডার আয়োজন করে ঝিনাইদহ বন্ধুসভা। জেলা পাবলিক লাইব্রেরিতে এটি অনুষ্ঠিত হয়। পাঠের বিষয় ছিল ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরীর লেখা কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকগোষ্ঠী গুলি চালিয়ে হত্যা করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলরত তরুণদের। সেই খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। এ সময় মাহবুব উল আলম চৌধুরী চট্টগ্রাম জেলা রাষ্ট্রভাষা-সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ২১ ফেব্রুয়ারির ঠিক আগে তিনি আকস্মিকভাবে জলবসন্ত রোগে আক্রান্ত হন। ঢাকায় ছাত্র হত্যার খবর পেয়ে সেই রাতেই রোগশয্যায় শুয়ে তিনি লিখলেন আগুনঝরা কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’।

জেলা পাবলিক লাইব্রেরিতে ঝিনাইদহ বন্ধুসভার পাঠচক্র ও সাহিত্য আড্ডা
ছবি: বন্ধুসভা

২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রতিবাদ সভায় সে কবিতা পাঠ করলেন তাঁরই সতীর্থ চৌধুরী হারুন উর রশীদ। পাকিস্তান সরকার সে কবিতা বাজেয়াপ্ত ঘোষণা করে। হুলিয়া জারি করে মাহবুব উল আলম চৌধুরীর ওপর। তাঁর কবিতা ও তিনি হয়ে গেলেন ইতিহাসের অংশ। ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ ছিল একুশের প্রথম কবিতা।

পাঠচক্র শেষে শুরু হয় বন্ধুদের সাহিত্য আড্ডা। সাহিত্য আড্ডায় ভাষা নিয়ে বিভিন্ন কবিতা, ছোটগল্প ও গান পরিবেশন করেন বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন কবি শাহনেওয়াজ মিঠু, এমদাদ শুভ্র, চাঁদ অনির্বাণ, ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা ইসাহাক আলী, আনোয়ার ফিরোজ, সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমানসহ অন্যান্য বন্ধুরা। সঞ্চালনা করেন সুমাইয়া খাতুন ও সাইফ উদ্দীন।

প্রচার সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা