ভাঁজপত্র লহরীর মোড়ক উন্মোচন

ঝিনাইদহ বন্ধুসভার ভাঁজপত্র লহরীর মোড়ক উন্মোচন
ছবি: বন্ধুসভা

‘লহরী’ অর্থ ঢেউ বা তরঙ্গ। আমাদের মননের প্রকাশিত অনুভূতিগুলো অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতোই। যার থেকে সৃষ্টি হয় হাজারো কবিতা, গান, কথাসাহিত্য। আর এই ধারা নিয়েই প্রকাশিত হলো ঝিনাইদহ বন্ধুসভার ভাঁজপত্র ‘লহরী’।

৯ অক্টোবর ঝিনাইদহ জেলার জোহান ড্রীম ভ্যালী পার্ক অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩ উৎসবে এটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সরকারি কেশবচন্দ্র কলেজের প্রফেসর মহব্বত হোসেন টিপু, ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, সভাপতি আবু রেজা ইমরান, সহসভাপতি ফিরোজ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদ প্রমুখ।

মোড়ক উন্মোচন শেষে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে এই ভাঁজপত্র বিতরণ করা হয়। ভাঁজপত্র পরিষদের উপদেষ্টা আবু রেজা ইমরান ও আবদুল ওহাব, সম্পাদক সাব্বির রহমান, সহসম্পাদক সুমাইয়া খাতুন ও মোহাম্মদ রাসেল, সহযোগিতায় অতনু বিশ্বাস, প্রচ্ছদ ও ডিজাইন করেছেন মাসুম বিল্লাহ এবং প্রকাশনায় ঝিনাইদহ বন্ধুসভা।

ম্যাগাজিন সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা