গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে পাশ কাটিয়ে ৩ জুলাই সকাল থেকে রংপুর টাউন হল মাঠে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা জড়ো হতে থাকেন। উদ্দেশ্য শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ। কিছু সময়ের মধ্যেই তাদের পদচারণে মুখর হয়ে ওঠে টাউন হল প্রাঙ্গণ।
সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক বলেন, ‘তোমাদের জন্য এই আয়োজন। সৎ ও নিষ্ঠার সঙ্গে জীবন পরিচালনা করে সফলতার সঙ্গে আরও এগিয়ে যাবে। দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে, এই কামনা করি।’
শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিখোর প্রতিনিধি বলেন, ‘আনন্দের সঙ্গে শিখো, শিখতে শিখতেই মানুষ সফল হয়।’
অনুষ্ঠানে রংপুরের ১০ গুণী শিক্ষককে সম্মাননা স্মারক, ফুলের শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। উত্তরীয় পরিয়ে দেন বন্ধুসভার উপদেষ্টা তুহিন ওয়াদুদ। শিক্ষার্থীদের উদ্দেশে সম্মাননাপ্রাপ্ত শিক্ষকেরা বলেন, ‘শিখো–প্রথম আলোকে ধন্যবাদ এমন উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এটা শিক্ষার্থী-শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য।’
প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের শিখতে হবে। আগামীর চতুর্থ শিল্পবিপ্লবের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তোমাদের সামনে আরও অনেক পথ বাকি। তথ্য ও প্রযুক্তিনির্ভর দেশ গড়তে তোমাদেরই এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠান পরিচালনা করেন রংপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুর জামান ও প্রচার সম্পাদক মোর্শেদ শান্ত। সার্বিক সহযোগিতায় ছিলেন বন্ধুসভার বন্ধুরা।
সহসাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা