নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে চারাগাছ রোপণ ও বিতরণ
দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। বরাবরের মতো বন্ধুসভা মানবিক বিপর্যয়ের সময় যেমন সহায়তা করছে, তেমনি দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে এবারের কর্মসূচিতে প্রথমবারের মতো ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় বন্ধুসভার জাতীয় পর্ষদের পক্ষ থেকে সারা দেশে বিভিন্ন প্রজাতির ৭০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ বন্ধুসভাকে দেওয়া হয় ৩০০টি চারাগাছ।
২৬ ও ২৭ আগস্ট বন্ধুসভার বন্ধুরা নারায়ণগঞ্জের বন্দরে একটি পার্কে, রাস্তার কিনারে ও স্কুল এগুলো রোপণ করেন। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন স্কুলে কিছু গাছ বিতরণ করা হয়।
হাজী আবদুস ছালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে চারা বিতরণের সময় প্রধান শিক্ষক নাজমুল হাসান রনি তাদের উদ্দেশে বলেন, ‘তোমাদের অভিভাবকের সহায়তায় গাছ রোপণ করে নিয়মিত গাছ পরিচর্যার অংশ হিসেবে পানি দেবে।’
কার্যক্রমে উপস্থিত ছিলেন সভাপতি আফরিন সুলতানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহসভাপতি গাজী খায়রুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, আবদুল হান্নান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ইসলাম, দপ্তর সম্পাদক আবরার জামান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক অর্পিতা হোসেন, স্বাস্থ্য ও ক্রিয়া সম্পাদক সোহাদ হোসেনসহ অন্য বন্ধুরা।
সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা