মাদারীপুর বন্ধুসভার উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ‘ফল উৎসব’

এতিম শিশুদের নিয়ে ‘ফল উৎসব’ করলেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

মাদারীপুরে এতিম শিশুদের নিয়ে ফল উৎসব করেছেন মাদারীপুর বন্ধুসভার বন্ধুরা। ১৭ জুন বিকেলে জেলা শহরের খাগদী এলাকায় সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। এ সময় প্রতিটি থালায় আম, জাম, কাঁঠাল, লিচু, আনারসসহ আট প্রকার ফল পরিবেশন করা হয়।

চলতি ফল মৌসুমে দাম বেশি হওয়ায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুরা ফল খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাই তাদের মুখে হাসি ফোটাতে বন্ধুদের নিজস্ব অর্থায়নে বাজার থেকে কেনা হয় আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা, কলা ও লটকন। পরে শহরের সরকারি শিশু পরিবারে আবাসিক হলে থাকা ৫০-এর অধিক এতিম শিশুদের নিয়ে একসঙ্গে ফল খাওয়ার উৎসব করেন বন্ধুরা।

জিহাদ নামের আট বছরের এক এতিম শিশু বলে, ‘এইহানে তিন বেলা খাওন পাই। কিন্তু ফল খাইতে কেউ দেয় না। এই প্রথমবার সবাই মিলা এত ফল একলগে খাইতাছি। খুব মজা লাগতাছে।’

৯ বছরের আরেক শিশু সিয়াম বলে, ‘সবাই মিলা একলগে অনেক ফল খাইছি। কিছু ফল রাতে খামু, তাই পকেটে ভইরা লইছি। আম্মেরা মাঝে মাঝে আইসা আমাগো ফল দিয়া যাইয়েন।’

মাদারীপুর বন্ধুসভার ‘ফল উৎসব’
ছবি: বন্ধুসভা

এ উৎসবে অংশগ্রহণ করেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন, মাদারীপুর সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক জাবেদ হোসেন, মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা গোলাম সরোয়ার, সোহেল রানা, প্রথম আলোর প্রতিনিধি অজয় কুন্ডু, মাদারীপুর বন্ধুসভা সভাপতি অখিল সরকার, সাধারণ সম্পাদক আয়েশা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত আকন, সৈকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক বি এম রাসেল, অর্থ সম্পাদক আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক সোহাগ সরদার, বন্ধু কাজী সবুজ, বাধন মজুমদার, দীপংকর সাহা, পলি আক্তার, মৌমিতা প্রমুখ।

সাধারণ সম্পাদক আয়েশা আক্তার বলেন, ‘আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আজ অসহায় এই শিশুদের মুখে হাসি ফুটল। আমরা চেয়েছি বৈষম্য দূর করতে। তাই বন্ধুরা ও শিশুরা একসঙ্গে বসে ফল উৎসবে ফল খেয়েছি। ওদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। আগামীতেও বন্ধুসভার পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি চলমান রাখব।’

অর্থ সম্পাদক, মাদারীপুর বন্ধুসভা