বৃক্ষ রোপণ ও বিতরণ করল কসবা বন্ধুসভা
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা বন্ধুসভা। গত সপ্তাহে ব্র্যাক মাইকোফিন্যান্সের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করেন বন্ধুরা। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে কিছু চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কসবা বন্ধুসভার সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী ও উপদেষ্টা সাইদুর রহমানসহ অন্য বন্ধুরা।
সভাপতি, কসবা বন্ধুসভা