মুক্তিযোদ্ধাদের স্মরণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

চলছে বিজয়ের মাস। বাঙালির বহু কাঙ্ক্ষিত বিজয় এ মাসেই অর্জিত হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে এ জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়।

হাঁটি–হাঁটি করে বিজয়ের ৫১ বছরে পা দিয়েছে বাংলাদেশ। এদিন দেশের সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করে। ১৬ ডিসেম্বর বিজয়ের এ মহালগ্নে সিলেট বন্ধুসভা মুক্তিযোদ্ধাদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে।

পরে বন্ধুদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার সমন্বয় করেন সিলেট বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক ফারিহা খানম। বিজয়ী হয়েছেন নাহিয়ান রহমান, মিফতা হাসান ও তমা সূত্রধর।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি হুমাইয়া জাকিয়া, সাধারণ সম্পাদক অন্তর শ্যাম, অর্থ সম্পাদক সমীর বৈষ্ণব, তথ্যপ্রযুক্তি সম্পাদক দেব রায়, আবদুল মুহাইমিন, আশরাফুল ইসলাম, সৈয়দ সালমান, হৈমন্তী দাশ, ফুয়াদ আহমেদ, তম্বী সূত্রধর প্রমুখ।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, সিলেট বন্ধুসভা